শুরু হলো ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। ক্যাটাগরি এ (পঞ্চম-ষষ্ঠ শ্রেণি) ক্যাটাগরি বি (সপ্তম-অষ্টম শ্রেণি), ক্যাটাগরি সি (নবম-দশম শ্রেণি বা সমমান) এবং ক্যাটাগরি ডি (একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমান)।
২০২৩ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিকস অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী আয়োজিত হচ্ছে ফিজিকস অলিম্পিয়াড–২০২৩। আয়োজনের প্রথমে অনলাইনে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বের নির্বাচিতদের নিয়ে অফলাইনে আয়োজিত হবে আঞ্চলিক ফিজিকস অলিম্পিয়াড। এরপর যথাক্রমে আঞ্চলিক পর্ব ও জাতীয় পর্ব আয়োজিত হবে। জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড দল। ওই দলটিই জাপানে অনুষ্ঠিত ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও ছবি অবশ্যই যুক্ত করতে হবে। যাদের ই-মেইল নেই, তারা শুধু ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নম্বর পাঠানো হবে।
এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। টেকনিক্যাল পার্টনার হিসাবে আছে বিডিকম।