তোমার হাতের কাছেই এমন কিছু জিনিস আছে, যা দিয়ে তুমি সহজেই রকেট বেলুন বানাতে পারো। সত্যিকার রকেটের মতোই উড়বে তোমার বানানো রকেট। এই রকেটে চেপে চাঁদে বা মঙ্গল গ্রহে না যেতে পারলেও মজা পাবে নিঃসন্দেহে। মজা পেতে চাইলে শুরু করা যাক—
যা যা লাগবে
কিছু সুতা (প্রায় দু-তিন মিটার)
বেলুন দু-তিনটি
দুটি চেয়ার
স্ট্র
টেপ
কাঁচি
১. সুতার এক প্রান্ত একটি চেয়ারের সঙ্গে এভাবে বাঁধো।
২. এবার স্ট্রর ভেতর দিয়ে সুতার অপর প্রান্ত বের করে আনো এবং সুতাটাকে আরেকটা চেয়ারে বাঁধো।
৩. ছবির মতো করে স্ট্রটাকে টেপ দিয়ে আটকাও।
৪. এবার বেলুন ফুলিয়ে বাতাস আটকিয়ে ছবির মতো করে স্ট্রর সঙ্গে লাগিয়ে দাও।
৫. এবার বেলুনের বাতাস ছেড়ে দাও এবং দেখো কী ঘটে।
বেলুনটি সামনের দিকে যেতে শুরু করবে।অনেকেই হয়তো বুঝতে পারোনি, কেন এমনটি ঘটে। আসলে যেকোনো বস্তুকে বিপরীত দিক থেকে বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হয়। বেলুনটির ক্ষেত্রেও তা-ই ঘটেছে। বেলুনের মধ্যে যে বাতাস ছিল, তা বাইরে বের হওয়ার পথ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল গতিতে বেরিয়ে আসে। একই সঙ্গে সেই বেলুনের ওপর বিপরীতমুখী চাপ দিয়ে এটিকে ঠেলে দেয় সামনের দিকে।
বাস্তবের রকেটের ক্ষেত্রেও একই নিয়ম কাজে লাগানো হয়েছে। এ ক্ষেত্রে রকেটের জ্বালানি চেম্বারে জ্বালানি পুড়ে রকেটের পেছন দিয়ে ক্রমাগত বের হয়ে আসতে থাকে। এই প্রবল চাপ রকেটকে সামনের দিকে ঠেলে দেয়। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের বলবিদ্যার তৃতীয় সূত্র কাজে লাগিয়ে রকেট চালানো হয়। নিউটনের সূত্রটা হচ্ছে, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’