চট্টগ্রামে কিশোর আলোর অনুষ্ঠান আজ

কিশোর আলোর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বপ্নের গল্প’ শিরোনামের আনন্দ আয়োজনের আসর বসছে আজ বৃহস্পতিবার। বেলা তিনটায় নগরের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের।

শুরুতেই থাকছে ‘আমার স্বপ্ন’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রথম শ্রেণির শিক্ষার্থী থেকে শুরু করে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিকেল তিনটা থেকে শুরু হবে প্রতিযোগিতার আসর। প্রতিযোগীদের ছবি আঁকার সরঞ্জাম নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে থাকবেন কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক (বামে) ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী (ডানে)

বিকেল সাড়ে চারটায় শুরু হবে মূল মঞ্চের আয়োজন। কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হবে মূলপর্ব। এরপর কথামালা নিয়ে মঞ্চে আসবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী। জাদু পরিবেশন করবেন জাদুশিল্পী ফয়সাল হাওলাদার। এরপর স্বপ্নের কথা বলবেন কার্টুনিস্ট নাইমুর রহমান। কিশোর আলো নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিতে ‘টিম কিআ’ মঞ্চে আসবে কিআ সম্পাদক আনিসুল হকের নেতৃত্বে।

সংগীতশিল্পী তানভীর ইভান বলবেন তাঁর গল্প। এরপর গান শোনাবেন সংগীতশিল্পী তিশা দেওয়ান। সবশেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এই আনন্দ আয়োজন। এ সময় প্রতিযোগিতার দুই বিচারক সুব্রত দাশ ও সাদাতউদ্দিন আহমেদ এমিলের কথা শোনারও সুযোগ হবে শিশুকিশোরদের।