সঞ্চু তার বাবার কাছে নতুন নতুন বীজগণিত শিখছে। সে তার বাবাকে তার জন্মদিন জিজ্ঞেস করল। বাবা বললেন। কিছুক্ষণ হিসাবের পরে সঞ্চু ঘোষণা দিল,
‘আব্বু, আর পাঁচ বছর পরে তোমার বয়স আমার দ্বিগুণ হবে, আর ৫ বছর আগে আমার তিন গুণ ছিল।’
বাবা বললেন, ‘চিন্তা কর, যদি আমি ছোট হতে থাকি আর তুই বড় হতে থাকিস, তাহলে ১০ বছর পরে আমাদের বয়স সমান হবে।’
সঞ্চুর বয়স কত?
উত্তর
সঞ্চুর বয়স ১৫, বাবার ৩৫।