উকিল: আপনি বলতে চাইছেন, আপনার ভুলে যাওয়া রোগ আছে?
বিবাদী: জি।
উকিল: এমন কিছুর উদাহরণ দিতে পারেন, যা আপনি ভুলে গেছেন!
শিক্ষক: বলো তো হাতি কোথায় খুঁজে পাওয়া যায়?
ছাত্র: হাতি কখনো খুঁজতে হয় না। হাতি এত বড় যে কখনো হারায় না।
পথচারী: এই মিথ্যুক! তুমি তো অন্ধ নও। তুমি অন্ধ সেজে ভিক্ষা করছ কেন?
ভিক্ষুক: ঠিকই ধরেছেন স্যার। যে অন্ধ সে আজ ছুটিতে গেছে। তার জায়গায় আমার ডিউটি পড়েছে। আসলে আমি বোবা!
ছোটকু দাদির কাছে চিঠি লিখছিল।
দাদিইইইই! কেমন আছওওও? আমি ভালোওওওও!
পেছনে এসে দাঁড়ালেন মা, বললেন, ‘সেকি! তুই এভাবে লিখছিস কেন?
ছোটকু: দাদি তো কানে কম শোনেন, তাই চিৎকার করে বলছি!
ছেলে: বাবা, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। ডাক্তার দেখিয়ে একটা চশমা নেওয়া দরকার।
বাবা: ওপরে তাকা। কী দেখা যায়, বল?
ছেলে: সূর্য।
বাবা: আর কত দূর দেখতে চাস তুই?