রাফিদ: অনেক ভেবে দেখলাম, বিল গেটস লোকটা ফেসবুকের প্রতিষ্ঠাতা হলে সবাই বেশ বিপদে পড়ে যেত রে দিদি।
দিদি: কেন! কী হতো তাহলে?
রাফিদ: তখন বোধ হয় দোকান থেকে সিডি কিনে ফেসবুক ইনস্টল করতে হতো আমাদের।
শিক্ষক: মরুভূমির একটা প্রাণীর নাম বলো।
প্রথম ছাত্র: উট।
শিক্ষক: ঠিক আছে। আরেকজন মরুভূমির আরেকটি প্রাণীর নাম বলো।
দ্বিতীয় ছাত্র: আরেকটি উট।
শিক্ষক: যারা একেবারে নির্বোধ ও গাধা তারা ছাড়া সবাই বসে পড়ো।
(সকলে বসে পড়লেও শুধু কিছলু একা দাঁড়িয়ে আছে)
শিক্ষক: কিরে কিছলু, ক্লাসে তুই একাই তাহলে নির্বোধ ও গাধা?
কিছলু: না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা ভালো দেখাচ্ছে না, তাই।
আপনি যে আমার শিশু দেখভালের কাজ করবেন বলছেন। আপনার কি শিশু সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে?
: অবশ্যই, আমি নিজেই তো একসময় শিশু ছিলাম।
ক্লাসে শিক্ষার্থীদের বললেন শিক্ষক, ‘মনে করো, তুমি লটারিতে এক কোটি টাকা পেয়েছ, এবার এ নিয়ে একটা রচনা লেখো।’
লেখা শেষে সবাই খাতা জমা দেওয়ার পর দেখা গেল, পল্টু সাদা খাতা জমা দিয়েছে।
শিক্ষক: কী ব্যাপার, পল্টু, তুমি কিছু লেখোনি কেন?
পল্টু: আপনার কি মনে হয়, লটারিতে এক কোটি টাকা জিতলে আমি এখানে বসে বসে রচনা লিখতাম?