দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো চাঁদপুর কিআ বুক ক্লাবের সভা। বুক ক্লাবের সভায় অংশ নিতে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া—তিন নদীর মোহনা ‘চাঁদপুর বড় স্টেশন’-এ উপস্থিত হয় ক্লাবের সদস্যরা। ১৩ অক্টোবর অনুষ্ঠিত এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় তারা। কিশোর আলোর অক্টোবর সংখ্যাটি চাঁদপুরে এবার দ্রুতই ফুরিয়ে যাওয়ায় বুক ক্লাবের সদস্যরা অক্টোবর মাসের কিশোর আলো নিয়ে আসতে পারেনি। অক্টোবরে চাঁদপুরে অনুষ্ঠিত হয় চাঁদপুরের সবচেয়ে বড় বইমেলা ‘পুঁথি সরণি’। এ বইমেলা থেকে নানা রকম বই সংগ্রহ করে ক্লাবের সদস্যরা। বইগুলো নিয়েও হয় আলোচনা। আলোচনার একপর্যায়ে সদস্যরা নিজেদের মধ্যে বই আদান–প্রদান করে। বই নিয়ে আলোচনার পাশাপাশি গণিতের বিভিন্ন ধাঁধা সমাধানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ঘনিয়ে এলে চাঁদপুর কিশোর আলো বুক ক্লাবের সমন্বয়ক আদিবা ফাইরুজ বুক ক্লাবের পরবর্তী সভার আলোচ্য বিষয় নিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করে। তারপরই শেষ হয় এ মাসের সভা।