টুকটুক আওয়াজে লাফাচ্ছে পিংপং বল। এর মধ্যেই উত্তর দিতে হবে কিছু ছোট প্রশ্নের। কিন্তু কতক্ষণ চালানো সম্ভব এই অদ্ভুত খেলা? প্রতিযোগিতাটা চলছে কিআর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলম এবং প্রদায়ক আব্দুল ইলার মধ্যে। শেষ পর্যন্ত কে জিতল?
এমন দারুণ সব আয়োজন ছিল মার্চ মাসের কিআড্ডায়। সভার শুরুটা হয় কিআড্ডায় আসা নতুন পাঠকদের পরিচয় শুনে। কিআ সম্পাদক আনিসুল হক সভায় উপস্থিত হন তখনই। নানা গল্পের ফাঁকে তিনি মার্চ মাসের কিআতে প্রকাশিত সম্পাদকীয় ‘কালো পাথর সাদা পাথর’ বুঝিয়ে বলেন সবাইকে। জানান এই গল্পের পেছনের শিক্ষা।
এরপর এল কিআ নিয়ে আলোচনার পালা। পাঠকরা একে একে জানায় কিআতে তাদের ভালো লাগা–মন্দ লাগা লেখাগুলোর নানা দিক। কিআ সবার কাছে পৌঁছাতে চায়। তাই সবার পরামর্শ ভীষণ গুরুত্বপূর্ণ। কমিকস, কৌতুক, গল্প কিংবা সাক্ষাৎকার সবই কিআর পেটে আসুক—পাঠকদের এই কেবল চাওয়া। মতবিনিময়ের এক ফাঁকে শুরু হয় কিশোর আলো নিয়ে কুইজ। সঠিক উত্তর দিয়ে অনেকেই জিতে নেয় কিআর রিস্ট ব্যান্ড।
কিআড্ডার এ মাসের ব্যান্ড ছিল জনপ্রিয় ব্যান্ড লেভেল ফাইভ। সভাকক্ষে লেভেল ফাইভের সদস্যরা ঢুকতেই নড়েচড়ে বসে পাঠকেরা। যেন এরই অপেক্ষায় ছিল সবাই। আড্ডা দিয়ে শুরু হয়ে ‘লেভেল ফাইভ পর্ব’। আড্ডা আর গানে কিআর পাঠকদের মুগ্ধ করেন লেভেল ফাইভের পাঁচ সদস্য। তাঁরা শোনান ‘লেভেল ফাইভ’ নামের পেছনের গল্পসহ নিজেদের নানা গল্প। সঙ্গে চলতে থাকে গান। ‘শুভ্র প্রভাত’, ‘ক্ষয়ে যাওয়া চাঁদ’, ‘ঘোলাটে মেঘ’, ‘তুমি’ আর জনপ্রিয় ‘সিক্সটিজ লাভ’। একফাঁকে জানা গেল, লেভেল ফাইভের নতুন অ্যালবাম আসছে শিগগিরই।
ছোট-বড় বয়সের গণ্ডি পেরিয়ে কয়েক ঘণ্টার আড্ডায় দারুণ এক বন্ধুত্বের সৃষ্টি হয় কিআড্ডায়। আড্ডা-ফুর্তিতে লেভেল ফাইভের পাঁচ সদস্য যেন সভায় উপস্থিত সবারই বন্ধু হয়ে গেলেন। মুহূর্তগুলো স্মৃতির পাতায় বন্দী করে রাখতে দরকার ছবি। মিটিং রুমের সবাই চলে এসেছেন ইতিমধ্যে। এবার চিত্রগ্রাহকের কেরামতির পালা। স্পাইডারম্যানের মতো দেয়াল ঘেঁষে ভর দিয়ে সুন্দর একটি দিনের সমাপ্তিকে ফ্রেমবন্দী করলেন তিনি। সবার কণ্ঠে তখন ‘চিইইজ’–এর বদলে ‘কিইইইইআ’। কিআর ‘কি’টুকু বললেই কিন্তু মুখে হাসি চলে আসে। চেষ্টা করে দেখো!