১. প্রতি অরিগ্যামিতে বলি, প্রথমে একটি বর্গাকার কাগজ নাও...। আজ বলছি, প্রথমে দুটি বর্গাকার কাগজ নাও। একটি সবুজ ও অন্যটি লাল রঙের। এর সবুজ কাগজে পাতা আর লাল কাগজে ফুল বানাব। প্রথমে লাল কাগজটি কোনাকুনি ডটলাইন বরাবর ভাঁজ করো।
২. ডান পাশের ত্রিভুজাকার অংশটি ডটলাইন বরাবর বাঁ দিকে ভাঁজ করো।
৩. আবার বাঁ পাশের ত্রিভুজাকার অংশটি ডটলাইন বরাবর ডান দিকে ভাঁজ করো। তাতে ৪ নম্বর চিত্রের মতো হবে।
৪. নিচের ত্রিভুজাকার অংশটি এবার ডটলাইন বরাবর পেছনের দিকে ভাঁজ করো।
৫. হয়ে গেল ফুল। এবার গাছে ফুটন্ত অবস্থায় দেখতে চাও? তাহলে ৬ থেকে বাকি ধাপগুলো সেরে নাও।
৬. এবার সবুজ কাগজটি নাও এবং দুই পাশের ত্রিভুজাকার অংশ দুটি এমনভাবে ভাঁজ করো, যেন মাঝলাইন বরাবর মিলে যায়। এতে ৭ নম্বর চিত্রটি পাবে।
৭. এবার ডান পাশের অংশটি বাঁ দিকে চাপ দিয়ে মিশিয়ে নাও।
৮. নিচের অংশটি ডটলাইন বরাবর ওপরের দিকে ভাঁজ করো। হয়ে গেল গাছের সবুজ অংশটি।
৯. ৫ নম্বর ধাপে পাওয়া ফুলটি এবার আইকা দিয়ে বসিয়ে দাও ৮ নম্বর ধাপের গাছের মাথায়। ব্যস, বানানো হয়ে গেল গাছে ফোটা টিউলিপ ফুল। জানো তো নিশ্চয়ই, টিউলিপ শীতপ্রধান দেশের ফুল। আমাদের দেশে ফোটে না। তাতে কী, কাগুজে টিউলিপ বানাতে তো আর বাধা নেই।