আইনস্টাইন যে কৌতুকটি বলে থিওরি অব রিলেটিভিটি বুঝিয়েছিলেন

একবার এক সামাজিক অনুষ্ঠানে তাঁকে নিমন্ত্রণকারী ভদ্রমহিলা ‘থিওরি অব রিলেটিভিটি’ কী সেটা বুঝিয়ে দিতে অনুরোধ জানালেন। আইনস্টাইন বললেন, ‘মাদাম, একদিন আমি আমার এক জন্মান্ধ বন্ধুর সঙ্গে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি বললাম, আমি দুধের শরবত খেতে চাই।

‘দুধ?’ আমার বন্ধু বলল, ‘শরবত আমি জানি। কিন্তু দুধ কী জিনিস?’

‘একটি সাদা বর্ণের তরল পদার্থ,’ আমি উত্তরে বললাম।

‘তরল পদার্থ আমি জানি: কিন্তু সাদা বর্ণটা কী?’

‘রাজহাঁসের পালকের বর্ণ।’

‘পালক আমি জানি: কিন্তু রাজহাঁসটা কী?’

‘বাঁকা গ্রীবাবিশিষ্ট একটি পাখি।’

‘গ্রীবা আমি জানি, কিন্তু এই বাঁকাটা কী?’

‘অতঃপর আমার ধৈর্যচ্যুতি ঘটল। আমি তার বাহুটি আঁকড়ে ধরে সেটা সোজা করলাম।

‘এটাই সোজা,’ আমি বললাম। এবং তারপর আমি বাহুটা কনুইতে বাঁকা করে বললাম, ‘এটাই হচ্ছে বাঁকা।’

‘আহ্’, অন্ধ বন্ধুটি এবার বলল, ‘এতক্ষণে আমি বুঝলাম দুধ জিনিসটা কী?’

(কিশোর আলো মে ২০১৬ সংখ্যায় প্রকাশিত)