‘আমার দেহখান’ গানের সুরে সুরে পর্দা নামল নগদ কিআ কার্নিভ্যালের। রোববার সকাল থেকেই কিশোর-কিশোরীদের কোলাহলে মুখর হয়েছিল তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টার। দিনব্যাপী অনুষ্ঠানের ইতি টানা হয়েছে অড সিগনেচারের গান দিয়ে।
দুপুরে বিরতির পর মূল মঞ্চে শুরু হয় জাদু ও সংগীতায়োজন। শুরুতেই বিটবক্সিংয়ে মঞ্চ মাতিয়ে তোলে বিটমসফিয়ার। বিটবক্সিংয়ের তালে তালে জনপ্রিয় গানগুলো পরিবেশন করে তারা। এরপরই জাদু দেখাতে মঞ্চে ওঠেন জাদুকর স্বপন দিনার। দর্শক থেকে উৎসুক কিশোরদের মঞ্চে ডেকে নিয়ে জাদু প্রদর্শন করেন তিনি। এরপর মঞ্চে গান পরিবেশনা করতে আসে কিশোর আলোর স্বেচ্ছাসেবক আরেফিন ফয়সাল।
মেরিল-প্রথম আলো পুরস্কারজয়ী আতিয়া আনিসা মঞ্চে পরিবেশন করেন আইয়ুব বাচ্চুর বিখ্যাত ‘সেই তুমি’ ও ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’। সংগীতশিল্পী আরফান মৃধা শিবলুর সঙ্গে কণ্ঠ মিলিয়ে কিআ কার্নিভ্যালে উপস্থিত কিশোরেরা গায় ‘বকুল ফুল’, ‘সাদা সাদা কালা কালা’ ও কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘কথা কইয়ো না’।
সবার শেষে মঞ্চে ওঠে অড সিগনেচার। কিশোর আলোর নিয়মিত পাঠকদের জন্য অড সিগনেচার বেশ পরিচিত একটি নাম। গত আগস্ট মাসে কিআড্ডায় দেখা মিলেছে তাদের। কিআ কার্নিভ্যালের মূল মঞ্চে তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে তারা। ‘তুমিও পারবে’, ‘দুঃস্বপ্ন’, ‘ঘুম’, ‘প্রস্তাব’ ও ‘আমার দেহখান’ গানগুলো পারফর্ম করে তারা।
সকাল থেকে কার্নিভ্যালে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মশালা ও আড্ডায় অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আড্ডা দেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিণ ও অপি করিম, ছড়াকার আখতার হুসেন ও রোমেন রায়হান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আরও ছিলেন ইসমাইল আরমান, শিবব্রত বর্মন, তানজিনা হোসেন প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন কর্মশালায় অংশ নেন নির্মাতা মেজবাউর রহমান সুমন, মনোবিদ আহমেদ হেলাল, আলোকচিত্রী নাসির আলী মামুন, কার্টুনিস্ট মেহেদী হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।