হলিক্রস কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো ১৯তম আন্তকলেজ বিজ্ঞান উৎসব। ১৭ ও ১৮ জুন অনুষ্ঠিত এ উৎসবে ৫০টির বেশি কলেজের ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. মোহাম্মদ কায়কোবাদ। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তৃতা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং বিজ্ঞানবিষয়ক কাজে আরও সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করে।
উৎসবের বিশেষ কিছু আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক দেয়ালপত্রিকা, কুইজ প্রতিযোগিতা ‘জিওপার্ডি’, প্রজেক্ট ডিসপ্লেসহ আরও অনেক কিছু।
শেষ দিন সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেসমিন, কিআ সম্পাদক আনিসুল হক ও প্রথম আলোর যুব কার্যক্রম সমন্বয়ক মুনির হাসান। অতিথিরা তাঁদের চমৎকার বক্তব্য দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন।
আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।