রাজার ছবি এবং একজন চিত্রকর

কিশোর আলোর জুন সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: রাকিব রাজ্জাক

এক ছিল রাজা। রাজার ছিল মাত্র একটা চোখ। ডান চোখটা ভালো ছিল। বাঁ চোখটা ভালো ছিল না। আর তাঁর পা–ও ছিল একটা। বাঁ পা ছিল না। তিনি একদিন বললেন, কোনো শিল্পী কি তাঁর একটা পূর্ণাঙ্গ ছবি এঁকে দিতে পারবে? রাজ্যের চিত্রকরেরা সবাই পিছিয়ে গেল। রাজার ছবিতে একটা চোখ থাকবে, একটা পা থাকবে, এটা দেখে রাজা যদি দুঃখ পান। যদি রেগে যান!

একজন চিত্রকর এগিয়ে এলেন। তিনি রাজার যে ছবিটা আঁকলেন, তাতে রাজা একটা ঘোড়ার পিঠে বসে আছেন। রাজার ডান চোখ দেখা যাচ্ছে। ডান পা দেখা যাচ্ছে। বাঁ চোখ আর বাঁ পা তাঁকে আঁকতে হলো না।

ছবি দেখে রাজা খুবই খুশি হলেন। তিনি শিল্পীকে অনেক কিছু দিলেন পুরস্কার হিসেবে।

রাজা বললেন, এই শিল্পীর সবচেয়ে বড় গুণ হলো তিনি মানুষের ইতিবাচক জিনিসকে তুলে ধরেন।

পৃথিবীতে আলোও আছে, আঁধারও আছে। দুঃখ আছে, সুখও আছে। মানুষের মধ্যে গুণও আছে, দোষও আছে। আমাদের উচিত গুণের কথা বলা, আলোর দিকে যাত্রা করা। একজন মানুষের ভালো গুণগুলোর প্রশংসা করা হলে তিনি নিজের ভালো আরও বাড়িয়ে দেন।