ছোটবেলাতেই কেন যে মজার মজার ঘটনা ঘটে, কে জানে! এমন একটা মজার ঘটনা বলি। একদিন আমার চা খেতে ইচ্ছা করল। চা বানানোর সিদ্ধান্ত নিলাম আমি। যেই ভাবা সেই কাজ। জীবনে প্রথমবার অপ্রস্তুত হাতে চা বানাতে গেলাম। তারপর পানি যখন গরম হয়ে এল, চা-পাতা খুঁজতে লাগলাম আমি। পেয়েও গেলাম একটি কৌটায়। কয়েকটি পাতা ছেড়ে দিলাম গরম পানিতে। তারপর আধা ঘণ্টা হয়ে গেল, কিন্তু কিসের কী! পাতাগুলো পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে, অথচ চায়ের লাল রং হওয়ার খবরই নেই! হঠাত্ আম্মু রান্নাঘরে এসে আমার কাণ্ড দেখে হেসেই অস্থির। আমি হাঁ করে বোকার মতো তাকালাম আম্মুর দিকে। বিখ্যাত ফিচলে মার্কা হাসি বন্ধ করে আম্মু বললেন, ‘আরে বোকা, তুই তো চা-পাতার বদলে তেজপাতা দিয়েছিস পানিতে!’
সবাই এ কথা শুনে একদফা হেসে উঠল। বোকামির চূড়ান্ত সীমায় পৌঁছে একগাল হেসে নিলাম আমিও।