দক্ষিণ কোরিয়ার সেজং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তারবিহীন চার্জের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সম্প্রতি তাঁরা ইনফ্রারেড লেজার রশ্মি ব্যবহার করে ৯৮ ফুট দূরের যন্ত্র চার্জ করতে সক্ষম হয়েছেন। এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মুঠোফোন ও বিভিন্ন স্মার্টযন্ত্র চার্জ দেওয়া যাবে। গবেষকেরা বলছেন, তাঁদের উদ্ভাবিত ইনফ্রারেড লেজার-পদ্ধতিতে ৪০০ মেগাওয়াট আলোকশক্তি ৩০ মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছানো গেছে। এই আলোকশক্তি ছোট ছোট সেন্সরে চার্জ করার জন্য উপযুক্ত। গবেষকেরা পরীক্ষার সময় আলোক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করেন। পরবর্তী সময় এ প্রযুক্তির উন্নয়ন করে মুঠোফোনেও ব্যবহার করা যাবে। এই লেজারের তরঙ্গের দৈর্ঘ্য ১ হাজার ৫৫০ ন্যানোমিটার। অর্থাৎ, এটি মানুষের চোখ বা ত্বকের কোনো ক্ষতি করে না।