ব্র্যাকের আশার উৎসব

উৎসবের প্রথম দিনে সুরের জাদুতে মুগ্ধতা ছড়ায় অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসছবি: আব্দুল ইলা

রাত তখন ১০টা ছুঁই ছুঁই। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা একসঙ্গে গলা মিলিয়ে গাইছে অর্ণবের ‘সে যে বসে আছে একা একা’ গানটি। মঞ্চে তখন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। গিটার, ড্রামসসহ নানা বাদ্যযন্ত্রের আওয়াজ মঞ্চ থেকে এলেও গানের কথাগুলো শোনা যাচ্ছিল কেবল দর্শকসারি থেকে। দর্শক ও শিল্পীদের অংশগ্রহণে অদ্ভুত সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয়েছিল গতকাল বৃহস্পতিবার রাতে ব্র্যাক হোপ ফেস্টিভ্যালে।

ব্র্যাকের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলছে ‘ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল’। তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

ইতিমধ্যে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে উৎসবের প্রথম দিন। ‘হৃদয়ে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় খুলে দেওয়া হয় উৎসবের দ্বার। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনের পর তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মঞ্চের বড় পর্দায় প্রদর্শিত হয় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের জীবনভিত্তিক একটি তথ্যচিত্র। ব্র্যাক প্রতিষ্ঠাতার বর্ণাঢ্য জীবন ও কর্ম উঠে এসেছে এই তথ্যচিত্রে।

উৎসব প্রাঙ্গণজুড়ে সব বয়সীদের জন্য ছিল নানা আয়োজন। ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম, অন্যান্য উদ্যোগসহ দেশে-বিদেশে ব্র্যাকের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে সেজেছে উৎসব প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ও উন্মুক্ত মঞ্চ নিয়ে দিনজুড়ে আর্মি স্টেডিয়াম ছিল জমজমাট। উৎসবে শিশুদের জন্য রয়েছে বিশেষ কিডস জোন। সারা দিন ইচ্ছেমতো খেলনা নিয়ে মনের আনন্দের সেখানে খেলেছে শিশুরা।

কর্মশালার আয়োজন উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। শিশুদের স্থাপত্যবিদ্যার ধারণা দিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল ‘আর্ককিডস’ শিরোনামের কর্মশালা। মাসুদা খানের ‘ড্র আ ফ্রেন্ড’ কর্মশালায় শিশু-কিশোরদের আগ্রহ ছিল বেশি। এ ছাড়া আরও কর্মশালা ছিল সারা দিন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের উন্মুক্ত কর্মশালাগুলোতে সব বয়সী দর্শনার্থীদের আগ্রহ ছিল বেশ প্রাণবন্ত। প্রদর্শনীর অংশে পুতুলনাচ মুগ্ধ করেছে শিশু-কিশোরদের।

প্রথম দিন মূল মঞ্চে ছিল আরও আয়োজন। সেখানে পুঁথিপাঠ পরিবেশন করেন খ্যাতিমান অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু ও তাঁর দল। স্বাধীনতার লড়াইয়ে যুদ্ধক্ষেত্রে নারীদের অসামান্য অবদানকে সম্মান জানিয়ে নির্মিত তথ্যচিত্রও দেখানো হয় ব্র্যাক হোপ ফেস্টিভ্যালে।

১ / ৫
আয়োজনের প্রথমদিন মূল মঞ্চের শেষ পর্বে সঙ্গীত পরিবেশনা করে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসছবি: আব্দুল ইলা

সন্ধ্যায় লালন ব্যান্ড ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস তাদের সুরের মূর্ছনায় মুগ্ধ করেন উৎসবের সবাইকে। রাত ১০টায় শেষ হয় প্রথম দিনের আয়োজন।

আজ শুক্রবার চলছে ব্র্যাক হোপ ফেস্টের দ্বিতীয় দিন

আজ ছুটির দিনে চলছে উৎসবের দ্বিতীয় দিন। আজকের প্রতিপাদ্য ‘সম্ভাবনার শক্তি’। স্টল, কর্মশালাসহ শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজন থাকছে আজ।

এ ছাড়া মূল মঞ্চে দেখা যাবে যাত্রিক-এর নৃত্যনাট্য। বিকেল থেকে সন্ধ্যা অবধি সংগীত পরিবেশন করবেন রেনেসাঁ, ফিডব্যাক, ইমন চৌধুরী অ্যান্ড ফ্রেন্ডস এবং গার্ল পাওয়ার ব্যান্ড। রাত আটটায় মিফতাহ জামানের মিউজিক্যাল পারফরম্যান্সের সঙ্গে থাকছে আড়ংয়ের ফ্যাশন শো।

ভিন্ন প্রতিপাদ্য নিয়ে উৎসবের শেষ দিনে নানা আয়োজনের পাশাপাশি থাকবে কনসার্ট। চন্দনা মজুমদার, মাশা ইসলাম, সিথি সরকার, সানজিদা মাহমুদ নন্দিতা, নেমেসিস, আর্টসেল ও জেমসের পরিবেশনার মাধ্যমে ব্র্যাক হোপ ফেস্টের পর্দা নামবে শনিবার।

আরও পড়ুন