কচ্ছপ আর খরগোশের দৌড়ের গল্প আমরা সবাই জানি। এটাও এক কচ্ছপ ও এক খরগোশের দৌড়ের সমস্যা। তবে একটু অন্য রকম। এই গল্পে খরগোশ অলস বা অহংকারী নয়। দৌড়াতেও জানে সে। কচ্ছপটা এত জোরে দৌড়ায় যে খরগোশদেরও হার মানাতে পারে। তো এক ১০০ মিটার দৌড়ে কচ্ছপ ১০ মিটারে হেরে যায়। কচ্ছপের এতই আত্মবিশ্বাস যে সে খরগোশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়—এবার কচ্ছপ ১০ মিটার পেছন থেকে শুরু করবে। বলো তো কে জিতবে এবং কয় মিটারে জিতবে যদি একই গতিতে দৌড় দেয়?
উত্তর
কচ্ছপ জিতবে ১ মিটারে।