এক কৃপণ বাড়ি ভাড়া করতে বের হলো। বহুতল একটা বাড়ি দেখে খোঁজ নিতে গেল।
কৃপণ লোক: ভাড়া কত?
বাড়িওয়ালা: নিচের তলায় চার হাজার, দ্বিতীয় তলায় তিন হাজার, তৃতীয় হলায় দুই হাজার এবং চতুর্থ তলায় এক হাজার টাকা।
ভাড়ার কথা শুনে কোনো কথা না বলে কৃপণ লোকটি উঠে দাঁড়াল।
বাড়িওয়ালা: কী হলো ভাই? ভাড়া পছন্দ হলো না?
কৃপণ লোক: নাহ! বাড়িটি যথেষ্ট উঁচু নয়।
বিমর্ষ এক ভদ্রলোক একটি রেস্টুরেন্টে গিয়ে বসলেন। এক গ্লাস লাচ্ছি দিতে বললেন ওয়েটারকে। অন্য দিনের চেয়ে তাড়াতাড়িই চলে এল লাচ্ছির গ্লাস। খাওয়ার আগে ভাবলেন, রেস্টুরেন্টের বাইরে গিয়ে দুনিয়াকে দেখবেন। টেবিলে ফিরে এসে দেখলেন, তার লাচ্ছি অন্য একজনের হাতে। সে মজা করে লাচ্ছি খাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি চেয়ারে বসে কাঁদতে শুরু করলেন। সামনের লোকটি বিব্রত হয়ে বলল, প্লিজ কাঁদবেন না। এক গ্লাস লাচ্ছিই তো, আমি আপনাকে দুই গ্লাস লাচ্ছি কিনে দিচ্ছি। শুনে ভদ্রলোক বললেন, আমি সে জন্য কাঁদছি না। তাহলে? জানতে চাইল লোকটি। ভদ্রলোক বললেন, ঘুম থেকে উঠেই বউয়ের সঙ্গে ঝগড়া হলো। বাসে মানিব্যাগ চুরি হলো। অফিসে গিয়ে শুনলাম চাকরি চলে গেছে। বাসায় ফিরে গিয়ে দেখি বউ বাপের বাড়ি চলে গেছে। এত কিছুর পর বিষ খাব বলে রেস্টুরেন্টে এসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়েছি, সেটাও আপনি খেলে ফেলেন! আমার তো কপালই খারাপ!
একটি লোক পার্কে বসে বাদাম খাচ্ছিল। তখন হঠাৎ এক লোক এসে বলল, ভাই, আপনি কী খাচ্ছেন?
১ম লোক: আমি বুদ্ধির বীজ খাচ্ছি।
২য় লোক: ভাই, আমি আপনার কাছ থেকে বুদ্ধির বীজ কিনতে চাই।
১ম লোক: দাম খুব বেশি। ১০০ টাকা।
২য় লোক: এই যে ১০০ টাকা নিন। (খাওয়ার পর) এ তো বাদাম! দুই টাকায় অনেকগুলো পাওয়া যায়।
১ম লোক: দেখেছেন ভাই, একটা খেতে না খেতেই আপনার কেমন বুদ্ধি বেড়ে গেল!
রোগীকে ক্যাপসুল খাওয়ার আগে নার্স ক্যাপসুলের দুই সাইড কাঁচি দিয়ে কেটে ফেললেন। সেটা দেখে রোগী জানতে চাইল, ক্যাপসুলের দুই সাইড কাটলেন কেন? নার্স বললেন, ক্যাপসুলের সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্য।
জয়নাল সাহেব কানে কম শোনেন। হেয়ারিং এইড কিনতে তিনি গেলেন দোকানে।
জয়নাল: ভাই, হেয়ারিং এইডের দাম কত?
দোকানদার: পাঁচ টাকা দামের আছে, পাঁচ হাজার টাকা দামেরও আছে।
জয়নাল: আমাকে পাঁচ টাকা দামেরটাই দেখান।
দোকানদার জয়নালের কানে একটা খেলনা হেয়ারিং এইড গুঁজে দিলেন।
জয়নাল আশ্চর্য হয়ে বললেন, এটার ভেতর তো কোনো যন্ত্রপাতি নেই। এটা কাজ করে কীভাবে?
দোকানদার: সত্যি বলতে এটা কোনো কাজ করে না। তবে আপনার কানে এই জিনিস দেখলে লোকজন এমনিতেই আপনার সঙ্গে প্রয়োজনের চেয়ে উঁচু গলায় কথা বলবে।
একজন আত্মবিশ্বাসী বুদ্ধিমান ছেলে এক বোকা ছেলের সঙ্গে বাজি লাগাল।
বুদ্ধিমান ছেলে: এই বোকা, একটা খেলা খেলবে? তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো, তবে প্রতিটি প্রশ্নের জন্য তুমি আমাকে পাঁচ টাকা দেবে আর যদি আমি তোমার কোনো প্রশ্নের উত্তর না দিতে পারি, তবে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব।
বোকা ছেলে: আচ্ছা, প্রশ্ন করো।
বুদ্ধিমান ছেলে: আচ্ছা বলো, পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে?
বোকা ছেলেটি উত্তর জানত না, তাই পাঁচ টাকা দেওয়ার জন্য হাত বাড়াল।
বোকা ছেলে: বল তো, কোন প্রাণী দুই পায়ে দাঁড়ায় কিন্তু ঘুমানোর সময় তার তিনটি পা থাকে।
বুদ্ধিমান ছেলেটি অনেক ভেবে চেষ্টা করেও উত্তর দিতে পারল না এবং তাকে পাঁচ হাজার টাকা দিল।
বুদ্ধিমান ছেলে: ঠিক আছে, আমি হেরে গেলাম। এখন তুমি বলো তো, ওই প্রাণীর নাম।
বোকা ছেলেটি তখন আবার বুদ্ধিমান ছেলেকে পাঁচ টাকার দেওয়ার জন্য হাত বাড়াল।