প্রাণীদের হাসি

মাছেরাও হাসে?

পৃথিবীতে যে এত প্রজাতির বৈচিত্র্যময় মাছ আছে, তারা কি হাসতে জানে? মাছেরও তো আবেগ, অনুভূতি আছে। কিশোরদের মতো সমুদ্র-নদীতে দৌড়াদৌড়ি আর দাপিয়ে বেড়ায় তারা। তাহলে কি মাছও হাসে? অনেকের দাবি, মাছ হাসে। তারা উদাহরণ হিসেবে অ্যাস্টেরোফিসাস বাট্রাকাস নামের এক মাছের কথা বলেন। তুমিও যদি মাছটিকে দেখো তাহলে নিশ্চিত দাবি করবে মাছ হাসে।

আসলে মাছ হাসতে পারে না, কারণ মাছের মুখমণ্ডলে ফেসিয়াল টিস্যু নেই। বাট্রাকাস মাছটির মুখের গড়ন মানুষের হাসির মতো বলেই কেউ কেউ দাবি করেন, মাছ হাসে।

সূত্র: প্ল্যানেট ক্যাটফিশ

পেঙ্গুইন হাসে ইইইইইইই ইইইক করে!

পেঙ্গুইনও কিন্তু হাসতে পারে! কখনো যদি দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকাতে যাও, তাহলে তোমাকে সাদরে অভিনন্দন জানাবে একদল পেঙ্গুইন। তারা তাদের ভুবন ভোলানো হাসি দিয়ে তোমাকে বরণ করে নেবে। তাদের হাসির শব্দটা অনেক ইইইইইইই ইইইক!

সূত্র: অ্যানসারস ডটকম

আর যারা হাসে

মানুষ ছাড়া অনেক স্তন্যপায়ী আছে, যারা হাসতে পারে। যদিও তাদের হাসিকে হাসি বলে আলাদা করা গবেষকদের জন্য অনেক কঠিন কাজ। এমনকি ইঁদুর নাকি হাসে, যে শব্দ মানুষের কানের শ্রব্যতার সীমার মধ্যে থাকে না। কুকুর-বিড়ালও নাকি হাসে। তবে এসব প্রাণীর মুখে হাসির ছায়া না দেখা গেলেও তাদের আচরণে প্রকাশ পায় যে তারা হাসে।

শিম্পাঞ্জি, গরিলা হাসির মতো শব্দ করতে পারে। দৌড়াদৌড়ি, মারামারি করার সময় তাদের হাসির শব্দ শোনা যায়। পিগমি শিম্পাঞ্জি আর মানবশিশুর হাসির শব্দ একই। এমনকি তখন তাদের মুখে হাসির বহিঃপ্রকাশ একই থাকে।

ওরাও হাসে আমাদের মতো!

মানুষের হাসির মতোই আর কোন কোন প্রাণী হাসে বলে মনে হয় তোমাদের? আফ্রিকার হায়েনা, অস্ট্রেলিয়ার কোকাবুরা পাখি মানুষের হাসির মতো অবিকল শব্দ করতে পারে। আবার এশিয়ার অনেক তোতাপাখি মানুষের হাসির অনুকরণ করতে পারে।

মাছও হাসে জেলেও হাসে

এমনই এক ছবি প্রকাশ করেছে ডেইলি মেইল। জেলে অ্যান্ডি লগান আট ফুট লম্বা স্কেট মাছ ধরেন আইরিশ সাগর থেকে। মাছটি নৌকায় তোলার পর লগান ছবি তুলতে গেলে মাছের মুখমণ্ডলে মানুষের হাসির দেখা মেলে।

(কিশোর আলোর অক্টোবর ২০১৪ সংখ্যায় প্রকাশিত)