চলছে কিআনন্দ উৎসব
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে চলছে আনন্দ উৎসব ‘কিআনন্দ’। আজ শুক্রবার শিশু-কিশোরদের উচ্ছল আনন্দের সুযোগ করে দিয়ে কর্মশালা, আড্ডা, গান, স্টল, খেলাসহ নানা আয়োজনে মেতে উঠেছে অনুষ্ঠানস্থল।
লাভেলো কিআনন্দ ২০১৯-এর ঢাকা পর্বের উৎসবটি আজ সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ আনন্দ আয়োজন।
বছরের সেরা উৎসবটিতে কিআপ্রেমীদের জন্য রয়েছে নানা আয়োজন। উপস্থিত রয়েছে গুণীজন ও তারকারা। চলচ্চিত্র, কার্টুন ও আঁকাআঁকি, লিডারশিপ ও চলচ্চিত্র বিষয়ে কর্মশালায় হাজির হয়েছেন নাসির আলী মামুন, আহসান হাবীব, আব্দুল্লা আল মামুন ও অমিতাভ রেজার মতো স্বনামধন্য ব্যক্তিবর্গ।
আড্ডা দিতে হাজির হয়েছেন আয়মান সাদিক, সৌমিত্র শেখর, তানযীর তুহিন, মুনির হাসান, জাবেদ সুলতান পিয়াস, সিমু নাসের ও আহমেদ হেলাল।
মূল মঞ্চের পাশাপাশি অডিটোরিয়াম ও বটতলার মঞ্চে অনুষ্ঠান চলছে।
মূল মঞ্চের অনুষ্ঠানে আনিসুল হক ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে বললেন, ‘সাকিব একটা ভুল করে ফেলেছেন। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
মঞ্চে উপস্থিত আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। তিনি বললেন, ‘যদি বড় কিছু করতে চাও তবে কঠোর পরিশ্রম করো। লক্ষ্য ঠিক করো।’
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার কাজী শামীম ফরহাদ বলেন, ‘কিশোর বয়স খেলার বয়স। তোমরা খেলবে, আজ সারা দিন আনন্দ করবে।’
সাভার থেকে অনুষ্ঠানে মেয়েকে নিয়ে এসেছেন আবদুল খালেক। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বললেন, ছুটির দিনে বাজারে না গিয়ে তিনি এখানে এসেছেন। এখানে এসে শিশুরা মিশতে পারছে দেখে ভালো লাগছে। শিশুদের জন্য এমন আয়োজন কম হয়। এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত।
কিআনন্দের মঞ্চে রয়েছে নাচ, গান, ছড়া পাঠসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
নামাজ ও খাবারের বিরতির পর শুরু হবে কিআনন্দের দ্বিতীয় পর্ব। এ সময় মঞ্চ মাতাবেন মিনার, তাহসান ও অর্ণব। জনপ্রিয় এই তিন শিল্পীকে একই মঞ্চে প্রথমবারের মতো পাবে কিআনন্দে আসা দর্শনার্থীরা।
কেবল ও কেবলমাত্র অনলাইন নিবন্ধন করেছে যারা, তারাই আসতে পারবে এ অনুষ্ঠানে। অনলাইন নিবন্ধনের প্রিন্ট কপির সঙ্গে আনতে হবে ২০১৯ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ছয়টি প্রবেশ কুপনের যেকোনো তিনটি। প্রবেশের জন্য ব্যবহার করতে হবে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের পশ্চিম গেট (মোহাম্মদপুর প্রান্ত)। মিরপুর রোডের গেট সব সময়ই বন্ধ থাকবে।