তুমি আছ সবখানে
কারা বলে তুমি নেই,
দিব্য তোমাকে দেখি
তাকাই না যেদিকেই।
কুলু কুলু ধ্বনি তুলে
নদী হয়ে বয়ে চলো,
আমাদের সাথে তুমি
মন খুলে কথা বলো।
যেতে যেতে আরও বলো
চলো না সাগরে যাই,
ঝড়-ঝঞ্ঝার মুখে
সাহসী মাঝিকে চাই।
দাঁড় বাইবার পাঠ
আমাদের তুমি দাও,
শিখি যেই দাঁড় বাওয়া
বুকে তুমি তুলে নাও।
এইভাবে তুমি রোজ
দাও সাহসের পাঠ;
অমর তোমার জ্যোতি;
উজ্জ্বল মাঠঘাট।
বঙ্গবন্ধু তুমি
আছ আছ সবখানে,
তোমার কীর্তিকথা
পাখিদের গানে গানে।